রবিবার (৮ অক্টোবর ) দুপুর ২টার দিকে সিরাজগঞ্জের এনায়েতপুর বেতিল বাসষ্ট্যান্ড ড্যাফোডিল স্পেশালাইজড হসপিটালে পল্লী চিকিৎসকদের নিয়ে মতবিনিময় সভায় আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের উপজেলার বিভিন্ন পল্লী চিকিৎসকরা।
পল্লী চিকিৎসকদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ লুৎফর রহমান।
বিশেষ অতিথি ডাঃ রাজীব মাহমুদ
ডাঃ ফাতেমা মাহজাবিন, ডাঃ অমৃত নারায়ণ দে ডাঃ আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. নাদিয়া আফরিন।
এ সময় আলহাজ্ব ডাঃ লুৎফর রহমান বক্তব্যে তিনি বলেন, ঝড় নাই বৃষ্টি নাই আমার মোটরসাইকেল নিয়ে গ্রামে গ্রামে মানুষকে চিকিৎসা দিয়েছি। যে যা দিয়েছে আমি তাই নিয়েছি। কখনো না বলি নাই। এ সময় তিনি বিভিন্ন উপজেলা থেকে আসা পল্লী চিকিৎসকদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।
তিনি আরো বলেন, যে সকল রোগী আমাদের কাছে আসে, তাদের অবশ্যই সম্মান দিয়ে আমাদের চিকিৎসা দিতে হবে।
পল্লী চিকিৎসকদের মতবিনিময় সভায় উপস্থিত সবাই চিকিৎসার বিভিন্ন বিষয় নিয়ে তারা বক্তব্য রাখেন। পল্লী চিকিৎসকদের মাঝে রাফেল ড্র দিয়ে পুরস্কার বিতরণ করে পল্লী চিকিৎসকদের মতবিনিময় সভা শেষ করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ