বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে ৫ নং বালিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের
নব-নির্বাচিত আংশিক কমিটির
সভাপতি - সাধারণ সম্পাদক সহ সম্পাদকমণ্ডলীর যাত্রা শুরু।
৮ ( অক্টোবর) রবিবার বিকাল ৫ ঘটিকায় বালিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব-নির্বাচিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ,ছাত্রলীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে হাজির হয়ে পরে বালিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
৮ অক্টোবর ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়, সম্মেলনে সভাপতি নির্বাচিত হয় মো: নাসির উদ্দীন মোল্লা সোহেল ও সাধারণ সম্পাদক মোঃ মাজেদুল হক।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন
ঠাকুরগাঁও জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক ও বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাহারিয়া মাহাবুব সাওন চৌধুরী,ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাকিউল আলম জুয়েল,বালিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি নূরে আলম, সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র রায়,বালিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব-নির্বাচিত সভাপতি মো: নাসির উদ্দীন মোল্লা সোহেল ও সাধারণ সম্পাদক মোঃ মাজেদুল হক সহ বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ঠাকুরগাঁও জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক সাহারিয়া মাহাবুব সাওন চৌধুরী বলেন গত ৭ অক্টোবর বালিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে,তিনি বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে বালিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব- নির্বাচিত আংশিক কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ সম্পাদকমণ্ডলীর সকলকে শুভেচ্ছা জানান সেই সাথে
তিনি আরও বলেন কোনো অপশক্তি মাথা উঁচু করে জ্বালাও পরাও না করে,আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে,আগামী নির্বাচনে যেন স্বাধীনতার অপশক্তি জামাত জঙ্গি গোষ্ঠীরা নির্বাচনে কোন ভাবে বাঁধা বা ভুলে পথে প্রভাবিতকরতে না পারে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করে ঘরে ফিরব আমরা। স্মার্ট বাংলাদেশ বির্নিমানে অগ্রণী ভূমিকা পালন করবে বালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এই প্রত্যাশা করেন।
বালিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব-নির্বাচিত সভাপতি নাসির উদ্দীন মোল্লা সোহেল বলেন, গত ৭ অক্টোবর বালিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয় তারই ধারাবাহিকতায় আমার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা বালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এক হয়ে সক্রিয় ভূমিকা পালন করব,মাননীয় প্রধান মন্ত্রীর হাত কে শক্তিশালী করার জন্য আবার নৌকাকে জয়যুক্ত কবর।
বালিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মাজেদুল হক বলেন গত ৭ অক্টোবর আমাদের স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে, সকলের সহযোগিতায় বালিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছি, আমি যেন সততার সঙ্গে তা পালন করতে পারি তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন ও সকলের সহযোগিতা কামনা করেন।
পরে ১৫ আগস্টে বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ