“ক্রিয়া শক্তি ক্রিয়াই বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানে
ঠাকুরগাঁওয়ে আউলিয়াপুরে ২দিন ব্যাপী মিনিস্টার টিভি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে কচুবাড়ী তরুণ সংঘের উদ্যোগে ২দিন ব্যাপী মিনিস্টার টিভি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
৬ নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান সভাপতিত্ব
উক্ত খেলার শুভ উদ্বোধন করেন, ঠাকুরগাঁও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২২ নং সেনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান,
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক ও ৫নং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাহারিয়া মাহবুব সাওন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও ৫ নং বালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরে আলম, সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র রায়, ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলাল হোসেন সুমন, সাধারণ সম্পাদক চান মিয়া, ইউপি সদস্য নুরুল ইসলাম।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন শত শত খেলাপ্রেমি দর্শকরা। এ সময় কানায় কানায় পরিপূর্ণ হয় খেলার মাঠ,তাদের করতালি ও উত্তেজনায় মুখরিত হয়ে উঠে খেলার মাঠ।