রংপুর জেলার গংগাচড়ার আলমবিদিতর ইউনিয়নের তালুকভবন সাহেবপাড়া গ্রামের শাহী ঈদগাহ মাঠের সামনে ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় আটক ৫ জন।গতকাল বুধবার ১৮ অক্টোবর ১১ ঘটিকার সময় উপজেলার আলমবিদিতর ইউনিয়নের তালুক ভূবন শাহী ঈদগাহ মাঠ গ্রামে লিখিত অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা। ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় শ্রমিক সাফিয়ার রহমান, ফজলুল হক, নুর মোহম্মদ ও সাবু মিয়া সহ মোট ০৪ জনের প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারার মোতাবেক ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং আলমবিদিতর ইউনিয়নের ডাংগীর মোড় নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন করায় বদরগঞ্জ উপজেলার ড্রাইভার মহসিন কবিরকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও একটি ট্রলি আটক করে থানা হেফাজতে প্রদান করা হয়েছে।প্রশাসন সূত্র জানায়, আলমবিদিতর ইউনিয়নের তালুকভূবন গ্রামে ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এতে স্থানীয় ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠসহ ঘাঘট নদীর পাড়ের বসতবাড়ী ভাঙনের মুখে পড়েছে। সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা বলেন,বিনা অনুমতিতে ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এই খবরের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে ৫ জনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (গ) ধারা লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলন করায় একই আইনের ১৫ (১) ধারায় আটককৃত ৫ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ