চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৫ নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) কুকুরকে হত্যা করে ইউপি কার্যালয় ভবনে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরের দল পরিষদ ভবনের দরজা ভেঙে ৪টি কম্পিউটারসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। এছাড়া তছনছ করেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র।
আজ বুধবার (১৮ অক্টোবর) সকালে পরিষদের কর্মকর্তা কর্মচারীরা পরিষদে আসলে এ ঘটনা জানতে পারেন।
ইউপি সচিব মো. রহমতুল্লাহ বলেন, সকালে এসে দেখতে পাই আমার কক্ষের সমস্ত জিনিসপত্র ও নথিপত্র এলোমেলো। ডেস্কটপ কম্পিউটারের মনিটর ও দুটি সিপিইউ নেই। চোরেরদল আমার কক্ষে পেছনের দরজা ভেঙে ঢুকেছে। তারা ডেস্কটপের সিপিইউ খুলে ভেতরের যন্ত্রাংশ খুলে নিয়ে খোলস এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পরিষদের বাইরে রেখে গেছে।
এছাড়া উদ্যাক্তার কক্ষের সামনের দরজা ভেঙে মালামাল তছনছ করে ফেলেছে এবং ওই কক্ষের দুটি ল্যাপটপ নিয়ে গেছে।
তিনি বলেন, পরিষদের একটি কুকুর ছিল। সেটিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে চোরের দল। কুকুরটির রক্তে পরিষদের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানাকে জানানো হয়েছে। বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মো. রিযাউল জব্বার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিষদের পাহারাদারকে জিজ্ঞাসাবাদ করা করা হবে।