গংগাচড়া প্রতিনিধি:
সারাদেশের ন্যায় রংপুরের গংগাচড়া উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার শেষ হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। উপজেলার দুর্গাপূজা মন্ডব গুলোতে বিকেল ৩টা থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। তেল-সিঁদুর পরিয়ে, পান, মিষ্টি মুখে দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাতে গংগাচড়ার তিস্তা নদীর ঘাটে ভিড় করেছেন ভক্ত ও অনুরাগীরা। এ সময় নানা ধর্মের, শ্রেণী ও পেশার মানুষের অংশগ্রহণে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান হাজারো মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। এর আগে চণ্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্য দিয়ে গত ২০ অক্টোবর থেকে দেশের সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়।পূজামণ্ডপগুলোতে পূজা-অর্চনায় ভক্তরা দেবী দুর্গার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। উপজেলা পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এ বছর গংগাচড়া উপজেলায় ১০৫ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। নদীর বিভিন্ন ঘাট, এলাকার পুকুর, দীঘিতে প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন হয়েছে।উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগীতায় পূজা অনুষ্ঠান সমাপ্তি হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না জানান, গংগাচড়া উপজেলায় ১০৫ টি মন্ডপের প্রতিমা যথাসময়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই খুবই ভাবগার্ম্ভীযের মধ্য দিয়ে পুলিশ ও আনসার বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ে বিসর্জন দেওয়া হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ