রিয়াদুন্নবী রিয়াদ নিজস্ব প্রতিনিধি:
রংপুর জেলার গংগাচড়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সরকারের ‘কৃষি প্রণোদনা কর্মসূচি’র আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় কৃষি অফিস চত্বরে বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মারুফা ইফতেখার সিদ্দিকা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুল মান্নান, উপজেলা আনসার ভিডিপি অফিসার গোলজার রহমান, উপ-সহকারী কৃষি অফিসার মাহফুজার রহমানসহ সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।উপজেলা কৃষি কর্মকর্তা মারুফা ইফতেখার সিদ্দিকা জানান, ২০২৩-২৪ অর্থ বছরে গ্রীস্মকালীন পেঁয়াজ ফসলের প্রণোদনা কর্মসূচী বাস্তবায়নের নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক ২০০ জন কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার এবং উপকরণ বিতরণ করা হয়। ৬৬ একর জমিতে এ ফসল উৎপাদন হবে।