চট্টগ্রামের চন্দনাইশে ঋণের ভার সইতে না পেরে হারুনুর রশিদ (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
আজ বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে উপজেলার বরকল ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ড পূর্ব পাঠানদন্ডী এলাকায় ইউসুফ আলী সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।
হারুনুর রশিদ ওই এলাকার মৃত ওসমানের ছেলে। হারুনুর রশিদের ১ মেয়ে ও ২ ছেলে প্রবাসে রয়েছে বলে জানা গেছে। স্থানীয় ইউপি সদস্য মো. হাবিবুর রহমান জানান, মেয়ের বিয়ে ও ছেলেকে বিদেশের পাঠানোর জন্য বিভিন্ন এনজিও ব্যাংক ও আত্মীয় স্বজন থেকে ধার দেনা করেছেন হারুনুর রশিদ। ঘটনারদিন সকালে এনজিও ব্যাংক থেকে তার বাড়িতে লোক এসে তাকে ও তার স্ত্রীকে ব্যাংকে যেতে বলেন এবং তারা যায়।
সেখান থেকে ফিরে তিনি নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় দঁড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করেছেন। দুপুরে খাবার খাওয়ার জন্য তাকে ডাকতে গিয়ে দেখে তিনি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় দঁড়ি দিয়ে ঝুলে আছেন। পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা ও পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।ঘটনাস্থলে যাওয়া পুলিশ কর্মকর্তা থানার এসআই উপন বড়ুয়া জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ঋণের কারণে মানসিক অস্থিরতা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে শুনেছি।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, তিনি ঋণের ভার সইতে না পেরে আত্মহত্যা করেছিলেন বলে জানা গেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ তাদের পরিবারকে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ