রিয়াদুন্নবী রিয়াদ গংগাচড়া প্রতিনিধি:
সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গংগাচড়া উপজেলায় ৫২ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার সকালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমের অনুষ্ঠান শুরু হয়।উপজেলা চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মাল্টিপ্রাস হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চীফ হুইপ ও রংপুর -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন , উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, সহকারী কমিশনার ভূমি নয়ন কুমার সাহা,জাতীয় পার্টির সভাপতি নূর আমিন , আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, রংপুর ১ আসনের সংসদ সদস্যর কন্যা মালিহা তাসনিম জুই সহ সকল কর্মকর্তা, উপজেলার সমবায়ী সকল সদস্যরা।উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ের গুরুত্ব বিবেচনা করে দেশের সংবিধানে সমবায়কে মালিকানার দ্বিতীয় খাত হিসেবে নির্ধারণ করেন। বঙ্গবন্ধুর অন্যতম উন্নয়ন দর্শন ছিল সমবায়।সমবায়ের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন করে অর্থনীতিকে স্মার্ট করে গড়ে তোলা সম্ভব ।উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, বঙ্গবন্ধুর অন্যতম উন্নয়ন দর্শন ছিল সমবায়। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে চারটি ভিত্তি নির্ধারণ করেছেন —স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সরকার। সমবায়ের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন করে স্মার্ট নাগরিক এবং স্মার্ট সমাজ তথা অর্থনীতিকে স্মার্ট করে গড়ে তোলা সম্ভব বলে বিশ্বাস করি।বিরোধী দলীয় চীফ হুইপ ও রংপুর ১ আসনের সংসদ সদস্য,মশিউর রহমান রাঙ্গা বলেন,সমবায় শেখায় একতা, সমবায় আনে সমৃদ্ধি। তিনি বলেন, বঙ্গবন্ধু গ্রাম সমবায়ের মাধ্যমে একটি স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি সংবিধানে সমবায়কে মালিকানার অন্যতম খাত হিসেবে স্বীকৃতি দেন। জাতির পিতার অর্থনৈতিক দর্শন ‘সমবায়’-এর শক্তিকে গণমুখী আন্দোলনে পরিণত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান ।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ