ফরিদপুরের বোয়ালমারীতে চার্জিং ইজিবাইকে বিদ্যুতায়িত হয়ে ৫ বছরের শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (৬ নভেম্বর) সকাল এগারোটায় উপজেলার ময়না ইউনিয়নের মুরাইল গ্রামের মো. রুবেল শেখের শিশু ছেলে রুমান (০৫) বিদ্যুতায়িত হয়ে মারা যান।
সরেজমিনে গিয়ে জানা যায়, শিশুটির পিতা রুবেল শেখ ব্যাটারী চালিত ইজিবাইক নিজ বাড়ির উঠানে চার্জে দিয়ে ঘুমিয়েছিলেন। পরে বেলা এগারোটার দিকে তার শিশু ছেলেটি ইজিবাইকে উঠে খেলার সময় বিদ্যুতায়িত হয়।
ঘটনা স্থল থেকে শিশুটিকে উদ্ধার করে মাগুরা জেলার মুহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শিশুটির দাদা আব্দুল জব্বার শেখ বলেন, আমার ছেলে ইজিবাইক চার্জে দিয়ে ঘুমিয়ে ছিল। গাড়িটা উঠানে রেখে চার্জে দিয়েছিল। আমার নাতি গাড়িতে খেলা ধুলা করার সময় অসতর্ক বশত বিদ্যুতায়িত হয়ে গাড়ির পাশে মারা গিয়ে মৃত দেহ পড়েছিল।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ