যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে বোয়ালমারীতে র্যালী, আলোচনা সভা ও কেক কেটে দিনটি পালন করেন
শনিবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে থেকে বিশাল এক র্যালী বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পার্টি অফিসে শেষ হয়। যুবলীগ নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।
এসময় উপজেলা যুবলীগের আহবায়ক হান্নান মোল্যার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা কায়েস দেওয়ান, উপজেলা যুবলীগের সদস্য মো. হাফিজ, খন্দকার জাহাঙ্গীর হোসেন গালিবুর রহমান তানিন, যুবলীগ নেতা সম্রাট, বাবুল মোল্যা, মো. ফারুক হোসেন।
অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, ঘোষপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বুরহান উদ্দীন, সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান।
সাতৈর ইউনিয়নের সাধারণ সম্পাদক মৃধা খায়েরুজ্জামান খায়ের, পরমেশ্বরদী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ রফিকুল ইসলাম, রুপাপাত ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রুপম, সাধারণ সম্পাদক নেয়ামুল হোসেন কবুল, চতুল ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. দুলাল শেখ প্রমুখ। এছাড়া যুবলীগের ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপর দিকে যুনলীগের যুগ্ম আহবায়ক চৌধুরী রায়হান রকির সভাপতিত্বে একটি র্যালী বের হয়। তার নেতাকর্মীরা ডাকবাংলোয় কেক কেটে দিনটি পালন করেন। অন্য দিকে জেলা যুবলীগের সদস্য শরীফ সেলিমুজ্জামান লিটুর নেতৃত্বে একটি র্যালী বের করেন। পরে সোনালী ব্যাংকের সামনে তার নিজ অফিসের কেক কেটে দিনটি উদযাপন করেন।