চট্টগ্রামে বোয়ালখালীতে ৩’শত লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ এক ডজন মামলার আসামি মো. দেলোয়ার হোসেনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি ৩’শ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ১টি সবুজ রঙয়ের সিএনজি টেক্সি জব্দ করা হয়।
গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে মধ্যম করলডেঙ্গা তৈয়বিয়া মহল্লার উত্তর পার্শ্বে গুচ্ছগ্রামের পাকা রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দেলোয়ার উপজেলার ১০ নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আহাম্মদ নবীর ছেলে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছহাব উদ্দিন জানান, দেলোয়ারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬টি, একটি ডাকাতি, অস্ত্র আইনে একটি ও মারামারির দুটি মামলা রয়েছে।
উল্লেখ্য বোয়ালখালীতে ইদানিং মদ,ইয়াবার প্রচুর পরিমাণ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ এই সব চালানের পিছনে জনপ্রতিনিধি রাজনৈতিক নেতাদের নাম জড়িত থাকার অভিযোগ রয়েছে।