চট্টগ্রামের বোয়ালখালীতে এক আওয়ামী লীগ নেতার অবৈধ বালু মহলে অভিযান ও বালুভর্তি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার ২০ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চরণদ্বীপ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কর্ণফুলী নদীর তীরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা ইলিয়াছ জাফরের অবৈধ বালু মহল থেকে বালুভর্তি একটি ট্রাক জব্দ করে চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সচিবকে গাড়ির চাবি বুঝিয়ে দেন ইউএনও মোহাম্মদ মামুন। ইলিয়াছ জাফর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ছিলেন বলে জানা যায়। এ বিষয়ে জানতে ইলিয়াছ জাফরের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি ফোন দিলে কেটে দেয়া হয় ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামশুল আলম বলেন, বালু মহলটি ইলিয়াছ জাফরের।
সকালে ইউএনও বালু মহলে এসে বালুভর্তি একটি ট্রাক জব্দ করে ইউনিয়ন পরিষদে গাড়িটি রেখে গাড়ির চাবি পরিষদে জমা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, সকালে চরণদ্বীপ এলাকা থেকে একটি বালুভর্তি ট্রাক জব্দ করে ইউনিয়ন পরিষদে গাড়ির চাবি জমা দেয়া হয় এবং গাড়ির সমস্ত কাগজ পত্র অফিসে নিয়ে আসতে বলেছি। কাগজ পত্র নিয়ে আসলে গাড়ি ছেড়ে দেয়া হবে।