আজ ২১ নভেম্বর ২০২৩ ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি’র উদ্যোগে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের হলরুমে সকাল ১১ টায় বাল্যবিয়ে প্রতিরোধে বৎসরিক সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলহাজ্ব মোঃ আমিরুল ইসলাম
সভাটির উদ্দেশ্য- বাল্যবিয়ে প্রতিরোধে মূল সমস্যা ও বাধাঁসমূহ নির্ণয়, বাল্যবিয়ে বন্ধে জনগণকে সচেতন করার গুরুত্বসমূহ চিহ্নিত এবং বাল্যবিয়ে বন্ধে জনগণ ও উপজেলার সাথে সমন্বয়ের মাধ্যমে নিজেদের করণীয় নির্ধারণ। উপস্থিত গন আরও বলেন নিজ নিজ জায়গা থেকে সকলকে সচেতনতার হার বৃদ্ধি করতে হবে। বাল্যবিয়ের সুফল ও কুফল নিয়ে আলোচানা ও ঘটে যাওয়া বাস্তব গল্প তাদের বুঝাতে হবে তবেই সম্ভব হবে।
সভাটি পরিচালনা করেন কর্মসূচির ডেপুটি ম্যানেজার মোঃ শরিফুল আলম সভায় নির্বাচিত জনপ্রতিনিধি, কাজী, ইমাম ও পুরোহিত অংশগ্রহণ করেন। সভাটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন অফিসার (সেলপ) মোসাঃআফরোজা আইরিন।