ছাত্র জীবন থেকে সাধারন মানুষের সেবা করেছি, সে কারণে হয়তো মহান আল্লাহ সমাজকল্যান মন্ত্রনালয়ের সচিব বানিয়াছেন। সমাজকল্যান মন্ত্রণালয়ের সচিব খায়রুল আলম শেখ, বোয়ালমারী উপজেলা হলরুমে শুক্রবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সুবিধাভোগীদের সাথে এক মতবিনিময়কালে এমনটি বলেছিলেন। এসময় তিনি তার ছাত্র জীবনের স্মৃতিচারণ করে বলেন, আমি বোয়ালমারীর ছেলে।
আর এই প্রথম আমার এলাকার মানুষের সাথে এমন ভাবে একত্রিত হয়ে অনেক ভালো লাগছে। এমসয় তিনি উপস্থিত সুবিধাভোগী মানুষের উন্মুক্ত বক্তব্য শুনছিলেন। সুবিধাভোগীরা এসময় তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন, এবং বিভিন্ন ভাতা প্রাপ্তরা ৬ শত টাকা থেকে ১ এক হাজার টাকায় উন্নিতকরণ করার দাবী জানান। এ উপজেলায় একটি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান ও বৃদ্ধাশ্রম তৈরীরও দাবী জানান। এসময় সুবিধাভোগীদের নানা দাবী দাওয়া পূরণ করার আশ্বাস দেন সমাজ সেবা সচিব খায়রুল আলম শেখ।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার মো. কারিজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক আলী আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা ও মোসা. রেখা পারভিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কৃষি কর্মকর্তা এস
এম রাশেদুল হাসান, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যাক্ষ লিয়াকত হোসেন লিটন প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ