নিজস্ব প্রতিবেদক:
জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর-১ আসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সম্ভাব্য এমপি প্রার্থীরা ব্যানার পোস্টার সাটিয়েছে। এসব ব্যনার পোস্টার প্রার্থী নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুল লতিফ।নির্দেশ দিলেও তারা সরাননি। সোমবার সকালে নির্বাচনের গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেটের উদ্যোগে রংপুর-১ আসনের বিভিন্ন এলাকায় অপসারণের এ কার্যক্রম শুরু করেছে।এর আগে গত ১৮ নভেম্বর গণবিজ্ঞপ্তি অনুযায়ী নভেম্বর ২৬ তারিখের মধ্যে নিজ উদ্যোগে প্রার্থীদের পোস্টার, ব্যানার, স্টিকার, বিলবোর্ড, লিফলেট অপসারণ ও দেয়ালে লিখন মুছে ফেলার অনুরোধ জানায় উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না ও সহকারী রিটার্নং কর্মকর্তা। কিন্তু সময় পার হলেও অপসারণ না করায় মাঠে নেমেছে সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, প্রতীক বরাদ্দের আগে কেউ নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। কিন্তু সিটির অধিকাংশ এলাকায় সম্ভাব্য প্রার্থীদের প্রচারণামূলক বা শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার, স্টিকার, বিলবোর্ড, লিফলেট লাগানো হয়েছে। সরানোর নির্দেশ দিলেও অনেকে সরিয়েছে আবার অনেকেই সরায়নি। যারা নির্ধারিত তারিখের মধ্যে পোস্টার ও বিলবোর্ড অপসারণ করেননি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ