শিরোনাম:
ইসলামিক ফাউন্ডেশন’র বোর্ড অফ গভর্নর নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীকে চরমোনাই জামেয়ার শিক্ষক, কর্মচারী ও ছাত্রবৃন্দের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দেন গঙ্গাচড়ায় সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিলেন ইউএনও  চট্টগ্রামে সড়ক দুর্ঘটায় নিহত ১,আহত ২ চট্টগ্রামে পদত্যাগ করানো উপাধ্যক্ষের মৃত্যু! বোয়ালখালীতে আগুনে পুড়ল ৫ বসতঘর সাফজয়ী নারী ফুটবলার আইরিনকে নওগাঁয় সংবর্ধনা । নওগাঁয় ডাকাতির ঘটনায় আটক ৭ বোয়ালখালীতে মদ বিক্রেতা আটক বোয়ালখালীতে তেল চুরি ৩ জন আটক ইসলামিক ফাউন্ডেশন’র বোর্ড অফ গভর্নর নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীকে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসীন এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দেন।

রংপুর ১ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
53.0kভিজিটর

গংগাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুর-১ (গংগাচড়া ও রংপুর সিটি করপোরেশন আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী মঞ্জুম আলীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। গতকাল (৪ ডিসেম্বর) রাতে ওই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও রংপুরের সিনিয়র সহকারী জজ আয়শা আক্তার তাকে এ নোটিশ দিয়েছেন।নোটিশে মঙ্গলবার (৫ ডিসেম্বর) স্বশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন স্বতন্ত্র পদপ্রার্থী হওয়া সত্ত্বেও গত ৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় আপনার নির্বাচনী এলাকায় (গংগাচড়া বাজার) ৭০/৮০ জন লোকসহ বিভিন্ন প্রকারের দোকানদার ও লোকজনের সঙ্গে কথা বলে ভোট চান এবং দোয়া চান।উক্ত তথ্যটি উপজেলা নির্বাহী অফিসার মোবাইল ফোনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক পুলিশ ফোর্সসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠিয়ে দেন। পরবর্তীতে অফিসার ইনচার্জ তার স্বাক্ষরিত একটি অবহিতকরণপত্রসহ কিছু স্থিরচিত্র অত্র নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে প্রেরণ করেন। এমতাবস্থায় আপনার উক্ত কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করেছে বলে প্রতীয়মান হয়।এমতাবস্থায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘনের জন্য কেন আপনার বিরুদ্ধে তদন্ত করে নির্বাচন কমিশনকে অবহিত করা হবে না তা নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকাল ৪টায় স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। এ বিষয়ে জানতে মঞ্জুম আলীর মুঠোফোনে কথা কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x