রিয়াদুন্নবী রিয়াদ নিজস্ব প্রতিবেদক:
রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ৮ নং ওয়ার্ড) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ওই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও রংপুরের সিনিয়র সহকারী জজ আয়শা আক্তার তাকে এ নোটিশ দিয়েছেন।নোটিশে শনিবার (৯ ডিসেম্বর) স্বশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হওয়া সত্ত্বেও গত ৫ ডিসেম্বর বিকাল ১৬.৪৫ ঘটিকার সময় আপনার নির্বাচনী এলাকায় (গঙ্গাচড়ার হাবু চারমাথা বাজার) ৭০/৮০ জন লোকসহ বিভিন্ন প্রকারের দোকানদার ও লোকজনের সঙ্গে কথা বলে ভোট চান এবং দোয়া চান। উক্ত তথ্যটি উপজেলা নির্বাহী অফিসার মোবাইল ফোনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক পুলিশ ফোর্সসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠিয়ে দেন।পরবর্তীতে অফিসার ইনচার্জ তার স্বাক্ষরিত একটি অবহিতকরণপত্রসহ কিছু স্থিরচিত্র অত্র নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে প্রেরণ করেন। এমতাবস্থায় আপনার উক্ত কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করেছে বলে প্রতীয়মান হয়।এমতাবস্থায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘনের জন্য কেন আপনার বিরুদ্ধে তদন্ত করে নির্বাচন কমিশনকে অবহিত করা হবে না তা নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।এ বিষয়ে জানতে হোসেন মকবুল শাহরিয়ার কে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, । যেটা হয়েছে, নিতান্তই অনাকাঙ্ক্ষিত, সেজন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। এমন ঘটনা যেন সামনে না ঘটে, বিষয়টি খেয়াল রাখব।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ