রিয়াদুন্নবী রিয়াদ গঙ্গাচড়া প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় রবিবার দুপুরে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, মাজহারুল ইসলাম লেবু, আব্দুর রউফ, প্রধান শিক্ষক তৈলক্ষ্য রায়, নারীনেত্রী নিলুফা বেগম, দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী শামসুদ্দিন প্রমূখ। এদিকে দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে উপজেলার প্রতিটি ইউনিয়নে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন,মানবাধিকার শুরু হয় মানুষের সমতা, ন্যায্যতা কিংবা স্বাধীনতা থেকে। এগুলো প্রাপ্তির বঞ্চনা থেকে এর ভাঙনটা শুরু হয়। মানুষের কল্যানের জন্য, মানুষ ও রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য এবং সর্বোপরি মানবতার জন্য যে স্রোত। আমরা বাংলাদেশের মানুষ সর্বপরি সে স্রোতের পক্ষে থাকতে চাই, স্রেতকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং তার কারিগর হতে চাই।উল্লেখ্য, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে এই দিনটিকে জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে বিশ্বজুড়ে দিনটি পালিত হয়ে আসছে।