রিয়াদুন্নবী রিয়াদ গঙ্গাচড়া প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় বিভিন্ন স্থানে অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রম্যমান আদালতন। অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রম্যমান আদালত। মঙ্গলবার দুপুর ১ ঘটিকায় গংগাচড়া বাজার, বেতগাড়ি বাজার এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা । এসময় পেঁয়াজের অতিরিক্ত মূল্য রাখা, বিক্রয় তালিকা না রাখা, ক্রয় রশিদ দেখাতে না পারার অভিযোগে গংগাচড়া বাজারে মাহফুজার রহমান ও মিলন মিয়া নামে ২ ব্যাবসায়ীকে ৫শ টাকা করে ১ হাজার টাকা, বেতগাড়ি বাজরে মিজানুর রহমান নামে ১ ব্যাবসায়ীকে সাড়ে এক হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।অভিযান শেষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা বলেন, ‘মূল্য তালিকা না টাঙিয়ে পেঁয়াজ বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সবাইকে পেঁয়াজের ক্রয় ও বিক্রয় মূল্য প্রকাশ্যে টাঙিয়ে দিতে বলা হয়েছে। অতিরিক্ত লাভে ব্যবসায়ীদের পেঁয়াজ বিক্রি করতে নিষেধ করা হয়েছে। এ ছাড়া দাম বৃদ্ধির খবরে অতিরিক্ত পেঁয়াজ না কিনে, যতটুকু প্রয়োজন ততটুকু কেনার পরামর্শ দিয়েছেন।বাজার দর স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে ।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ