টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামী যুবলীগ উপজেলা শাখা’র নতুন কার্যলায় উদ্বোধন ও বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নাগরপুর নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে যুবলীগের নতুন কার্যালয় উদ্বোধন শেষে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আ.লীগ নৌকা প্রতীকের প্রার্থী আহসানুল ইসলাম টিটু এমপি।
নাগরপুর উপজেলা যুবলীগ দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু’র সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাহফুজ রানা এমবি এবং মো. আনিসুজ্জামান তুহিন এর যৌথ সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি, প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগ সভাপতি মো. মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক আবু সাইম তালুকদার বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান সোহেল। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা রাজিব আহমেদ রাজু, সোলায়মান হোসেন বিপ্লব, আরিফ খান, আলী আহম্মদ শিবলী সহ সকল ইউনিয়ন যুবলীগ নেতাকর্মী বৃন্দরা।
উল্লেখ্য, উক্ত বর্ধিত সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে কেন্দ্রীয় বিভিন্ন নির্দেশনা, উপজেলা ও ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন নেতৃবৃন্দরা।