ফরিদপুরের বোয়ালমারীতে নানান আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত ৭টায় সরকারি কলেকের পেছনে শহীদ বুদ্ধিজীবী স্তম্ভ পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বোয়ালমারী উপজেলা প্রশাসনের আয়োজনে সদ্য যোগদানকরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান এর সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্বলন করেন, বোয়ালমারী থানার সদ্যযোগদানকারী অফিসার ইনচার্জ মো. শেখ সাদী, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কামান্ডার অধ্যক্ষ আব্দুর রশিদ। অন্যান্যের মধ্যে এসময় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষকবৃন্দ, উপজেলার বিভিন্ন সেক্টরের কর্মকর্তার কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া মোনাজাত করা হয়।