দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানি ও নিষ্পত্তি শেষ হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে গত ছয় দিনে ২৭৭ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। সেই সাথে আজ পাঁচ হেভিওয়েট প্রার্থীর চূড়ান্ত ভাগ্য নির্ধারিত হয়েছে। এর মধ্যে ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ আপিলে প্রার্থীতা ফিরে পেয়েছেন। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন শামীম হক। কিন্তু শামীম হক দ্বৈত নাগরিক হওয়ায় চূড়ান্ত আপিলে তার প্রার্থীতা বাতিল হয়ে যায়। ফলে এই আসনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের এখন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
একই অবস্থা দেখা গেছে বরিশাল-৪ আসনে। এখানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন পঙ্কজ নাথ। তিনি বর্তমান এমপি, এবার তিনি দলের মনোনয়ন পাননি। তবে শামীমের মতো দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য গোপন করেছেন মর্মে শেষ পর্যন্ত শাম্মী আহমেদের প্রার্থীতা বাতিল হয়ে যায়। আর স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের প্রার্থীতা ইসি বহাল ঘোষণা করে। ফলে শেষ মুহুর্তে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া পঙ্কজ নাথের জন্য এখন সহজ হবে বলে অনেকে মনে করছেন।
এখন দেখা বিষয় ফরিদপুর-৩ আসনে এ কে আজাদ এবং বরিশাল-৪ আসনে পঙ্কজ নাথ দলীয় মনোনয়ন পায় কিনা।