ফরিদপুরের বোয়ালমারীতে সুবাস সাহার বাড়িতে অষ্টকালীন লীলা কীর্তন ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। রোববার (১৭ ডিসেম্বর) রাতে সুবাস সাহার বাড়ি সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামে নিজ বাড়িতে অসহায়, হতদরিদ্র, প্রতিবন্ধী, বয়োবৃদ্ধাদের মাঝে শীতবস্ত্র (কম্বল), ও নগদ অর্থ বিতরণ করেন।
এসময় তিনি বলেন, আমি প্রতি বছরই এভাবে শীতবস্ত্র বিতরণ করে থাকি। এবং দুই ঈদ ও পূজায় অসহায়দের বস্ত্র ও অর্থ বিতরণ করি। এভাবে সকল বিত্তবান লোকেরা তার আশ পাশের নিন্ম আয়ের লোকদের মাঝে বিভিন্ন প্রকার বস্ত্র ও অর্থ দান করে তাহলে তারা একটু স্বস্তিতে থাকতে পারে।
এটা আমাদের নৈতিক দায়ীত্ব । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কে যেমন তলাবিহীন ঝুড়ি থেকে আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিনিত করেছেন। সেভাবে তার পাশা পাশি আমরা যারা ব্যবসায়ীগণ আছি মানুষের কল্যাণে কিছু ব্যয় করি তাহলে দেশ এক সময় উন্নত রাষ্ট্রে উন্নীত হবে।
এসময় আকর্ষিকভাবে সুবাস সাহার বাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের ফরিদপুর-১ আসনে এমপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর উপস্থিত হোন। এর আগে গতকাল শনিবার বিকেল ৫টায় লীলা কীর্তণ অনুষ্ঠানে হাজির হোন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনীত এমপি প্রার্থী আব্দুর রহমান। বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর সুবাস সাহার বাড়িতে বিভিন্ন ধর্মাবলম্বী ও বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত হোন।
অতিথি ও স্থানীয়দের জন্য মানসম্মত খাবারের ব্যবস্থা করেছেন। এ অনুষ্ঠান সার্বিক সহযোগীতা করেন, নন্দ দুলাল, সুবাস সাহা, শ্রীবাস সাহা, মিতা সাহা, সবুজ সাহা, সুব্রত সাহা, ডা. উত্তম কুমার দেওয়ান, নির্মল দাস, অশোক দাস, মনোরঞ্জন সাহা, ইঞ্জিনিয়ার অনির্বান সাহা, মনোজ সাহা, নরেশ চন্দ্র সাহা লুঠু, স্বপন সাহা, সুভাশিষ সাহা, পরিমল সিকদার, অয়ন সাহা, তাপস পাল, চিরঞ্জীব সাহা, অমিত সাহা, বিপ্লব পাল, শ্যামল সাহা, মনোজ সাহা, কুমারেশ সাহা, সমর কুন্ডু, যুগল পাল, গিরি সাহা, সঞ্জায় সাহা, ও আংশু কুন্ডু।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ