ফরিদপুরের বোয়ালমারীতে নবম শ্রেণীর এক ছাত্রীকে ঘুমের ওষুধ মিশ্রীত কোমল পানীয় পান করিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে স্বর্ণ ব্যবসায়ী গৌতম বিশ্বাসের বিরুদ্ধে। থানা পুলিশ ধর্ষণকারীকে শনিবার দুপুরে আটক করেন। আটককৃত গৌতম বিশ্বাসের বোয়ালমারী বাজারে পিকে জুয়েলারি নামের একটি স্বর্ণের দোকান রয়েছে। (১৭ ডিসেম্বর) রোববার আসামীকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার (১৬ ডিসেম্বর) ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা ( নম্বর ১০) দায়ের করেন।
মামলা ও ভুক্তভোগী সূত্রে জান যায়, ওই স্কুল শিক্ষার্থীর বাবা মায়ের সাথে ধর্ষণকারীর গভীর সম্পর্ক ছিল। তার সূত্র ধরে ছাত্রীদের বাড়িতে মাঝে মধ্য আসা যাওয়া করতো। সর্বশেষ ১২ ডিসেম্বর ওই ছাত্রীকে মার্কেট করিয়ে দিবে মর্মে মোটরসাইকেল যোগে ফরিদপুর নিয়ে ঘুমের ওষুধ মিশ্রিত কোমল পানীয় খাইয়ে হোটেল নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। ধর্ষক গৌতম বিশ্বাসের পৈত্রিক বাড়ি চতুল ইউনিয়নের তেলজুড়ী গ্রামে। ব্যবসায়ী সূত্রে কামারগ্রাম বসবাস করেন।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শেখ সাদিক বলেন, থানায় ধর্ষণের একটি মামলা দায়ের হয়েছে। মামলার পর আসমীকে গ্রেফতার করা হয়। আসমীকে রোববার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।