রিয়াদুন্নবী রিয়াদ নিজস্ব প্রতিবেদক:
রংপুর -১ আসনে নয়জন প্রার্থী প্রতিক পেয়ে নামলেন দ্বাদশ সংসদ নির্বাচনীয় মাঠে। প্রত্যেক প্রার্থী চায় অবহেলিত গঙ্গাচড়ার উন্নয়ন করতে। ১৮ ডিসেম্বর (সোমবার) সকালে প্রতিক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোবাশ্বের হোসেন।জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে প্রার্থীগণ হলেন, মশিউর রহমান রাঙ্গা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিক পেলেন ট্রাক, মকবুল শাহরিয়ার আসিফ জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিক লাঙ্গল, আসাদুজ্জামান বাবলু স্বতন্ত্র প্রার্থী প্রতিক কেটলি , বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা চৌধুরী তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী প্রতিক সোনালী আঁশ , বখতিয়ার হোসেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি প্রার্থী হিসেবে প্রতিক হাতুড়ি, হাবিবুর রহমান ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী হিসেবে প্রতিক আম ,শ্যামলী রায় বাংলাদেশ কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিক ডাব, স্বতন্ত্র প্রার্থী শাহিন আলম এর প্রতিক ঈগল ও স্বতন্ত্র প্রার্থী মোশাররফ এর মোড়া।