শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের গঙ্গাচড়ায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত চট্টগ্রামে মামলা বাণিজ্য নিয়ে , পুলিশের সতর্কবার্তা চট্টগ্রামে ৬৮ জন হকার উচ্ছেদ চট্টগ্রামের বই উৎসব হয়নি, কেউ পেয়েছে একটি, কেউবা দুটি বই আমতলীতে ১৬ টি প্রতারনা মামলার আসামী ভন্ড দরবেশ ফারুক গ্রেপ্তার।১২ লক্ষ টাকা ও ৬৫ গ্রাম স্বর্ণালংঙ্কার উদ্ধার।মেহেদী হাসান স্টাফ রিপোর্টার গঙ্গাচড়া বাজারের যানজট ও ফুটপাত দখলসহ নানা সমস্যা সমাধানে মতবিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠা ৩৯তম বার্ষিকীতে বলেন অনেক ষড়যন্ত্র করে ও দলের ক্ষতি করতে পারেননি – এডভোকেট মোঃ নাজমুল হুদা সুনামগঞ্জে সিটিজি নিউজের প্রধান সম্পাদক ও সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলি মানিকের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওগাঁয় স্বর্ণচোর চক্রের তিন সদস্য গ্রেফতার

নওগাঁয় জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

সুবীর দাস নওগাঁ
  • আপডেটের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
45.6kভিজিটর

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁয় জাতীয় সংসদ নির্বাচনে জেলায় ৬টি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মওলা প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণ বিধি নিয়ে আলোচনা শেষে তাদের হাতে নির্বাচনের প্রতীক তুলে দেন। জেলা প্রশাসকের সভাকক্ষে প্রতীক বিতরণ করা হয়।

এসময় প্রার্থীরা নিজ নিজ প্রতীক গ্রহণ করেন। নওগাঁর ৬টি আসনে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এরমধ্যে রাজনৈতিকভাবে বিভিন্ন দলের মনোনীত ১৮ জন এবং স্বতন্ত্র ১০ জন। নওগাঁ -১ আসন (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) এর প্রার্থীদের প্রতীক ঘোষণা করা হয়। নওগাঁ -১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সাধন চন্দ্র মজুমদারের প্রতীক নৌকা, মোঃ আকবর আলী জাতীয় পার্টি লাঙ্গল, মোঃ খালেকুজ্জামান তোতা স্বতন্ত্র ট্রাক, মোঃ মাজেদ আলী স্বতন্ত্র ঈগল প্রতীক পেয়েছেন।

নওগাঁ – ২ (পতœীতলা,ধামইরহাট) আসনে, আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোঃ শহীদুজ্জামান সরকার নৌকা, জাতীয় পার্টির দলীয় প্রার্থী এ্যাডঃ মোঃ তোফাজ্জল হোসেন লাঙ্গল প্রতীক পেয়েছেন। নওগাঁ-৩ (মহাদেবপুর, বদলগাছী) আসনে, আওয়ামী লীগের দলীয় প্রার্থী সৌরেন্দ্র নাথ চক্রবর্তী নৌকা, জাতীয় পার্টির দলীয় প্রার্থী মোঃ মাসুদ রানা লাঙ্গল, তৃণমূল বিএনপির প্রার্থী মোঃ সোহেল কবির চৌধুরী সোনালী আঁশ, স্বতন্ত্র প্রার্থী মোঃ ছলিম উদ্দিন তরফদার ট্রাক,আরেক স্বতন্ত্র প্রার্থী মাহফুজা আকরাম চৌধুরী ঈগল প্রতীক পেয়েছেন।

নওগাঁ-৪ (মান্দা) আসনে, আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোঃ নাহিদ মোর্শেদ নৌকা, জাতীয় পার্টির দলীয় প্রার্থী মোঃ আলতাফ হোসেন লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মোঃ আব্দুর রহমান ডাব, স্বতন্ত্র প্রার্থী এস,এম, ব্রহানী সুলতান মামুদ গামা ট্রাক, আরেক স্বতন্ত্র প্রার্থী মুহাঃ ইমাজ উদ্দিন প্রাং ঈগল প্রতীক পেয়েছেন।

নওগাঁ-৫ (নওগাঁ সদর)আসনে, আওয়ামী লীগের দলীয় প্রার্থী নিজাম উদ্দিন জলিল(জন) নৌকা, জাতীয় পার্টির দলীয় প্রার্থী মোঃ ইফতারুল ইসলাম বকুল লাঙ্গল, জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী এস,এম, আজাদ হোসেন মুরাদ মশাল, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ ট্রাক প্রতীক পেয়েছেন।

নওগাঁ-৬ (আত্রাই, রানীনগর) আসনে, আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোঃ আনোয়ার হোসেন হেলাল নৌকা, জাতীয় পার্টির দলীয় প্রার্থী মোঃ আবু বেলাল হোসেন (জুয়েল) লাঙ্গল, তৃণমূল বিএনপির প্রার্থী মোঃ পিকে আব্দুর রব সোনালী আঁশ, ন্যাশনাল পিপলস পার্টির খন্দকার ইন্তেখাব আলম আম, স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম ঈগল, স্বতন্ত্র প্রার্থী মোঃ ওমর ফারুক ট্রাক, আরেক স্বতন্ত্র প্রার্থী মোঃ নোওশের আলী কাঁচি, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী সরদার মোঃ আব্দুস সাত্তার ডাব প্রতীক পেয়েছেন।

নওগাঁ হেলায় ১১টি উপজেলা নিয়ে ৬ টি আসনে মোট ২৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x