শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের গোপালগঞ্জে কাশিয়ানী ইয়াবাসহ মহিলা আটক পিরোজপুর জেলা প্রশাসকের উদ্যোগে বাজার মনিটরিং বিশেষ টাস্কফোর্স কমিটি গঠন গ্রামীণ জনপদে পুষ্টি ও সচেতনতা বাড়াতে দিন ব্যাপী মেলা গ্রামীণ জনপদে পুষ্টি ও সচেতনতা বাড়াতে দিন ব্যাপী মেলা গোপালগঞ্জ পৌর বিএনপি হাসিব সভাপতি কবিরুল সম্পাদক চলমান রাজনৈতিক সংকটের সমাধান একমাত্র মানবতার রাজনীতি – আল্লামা ইমাম হায়াত ট্রাফিক বিভাগ চট্টগ্রাম জরিমানার ৬৭৫০ টাকা গ্রহণ করলেও রেকার ভাড়া ৭৫০ টাকা উল্লেখ করেন নওগাঁয় নবাগত পুলিশ সুপার সাফিউলের দায়িত্বভার গ্রহণ। ছিড়ে ফেলা হলো দেয়াল থেকে জয় বাংলা পটিয়াতে বাসের পেছনে বাসের ধাক্কা,নিহত ২

নৌকা বিজয়ী হলে দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে পথসভায়-আব্দুর রহমান।

আরিফুজামান চাকলাদার, আলফাডাঙ্গা প্রতিনিধি:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
68.5kভিজিটর

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নে কুচিয়াগ্রাম বটতলা বাজারে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ই ডিসেম্বর সন্ধা ৬ টার পরে বটতলা বাজারে শত শত আওয়ামী নেতা কর্মীদের উপস্থিতিতে এ পথসভা শুরু হয়।উক্ত পথসভা সভাপতিত্ব করেন, বাকিয়ার রহমান বাকা মাস্টার ও সঞ্চালনায় উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসমত হোসেন তালুকদার।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা কৃষকলীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সেখ আকরামুজ্জামান কুয়েতি,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বিলায়েত হোসেন,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার , সাবেক গোপালপুর ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান এনামুল হাসান , জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আবুল হোসেন ছোটকু।

এছাড়া আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ আব্দুল আলিম সোজা, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সাবেক অতিরিক্ত সচিব খিজির আহমেদ, সাবেক এ আই জি মালিক খসরু,আলফাডাঙ্গা ইউপি নৌকা প্রতীকের চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল, টগরবন্ধ ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান আসাদ মাস্টার, বানা ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।নৌকায় ভোট দিলে দেশে বড় বড় উন্নয়ন হয়, নৌকায় ভোট দিলে দেশে শান্তিশৃঙ্খলা বজায় থাকে।

আওয়ামী লীগ সরকার আছে বলেই বহিঃবিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আর এটি একমাত্র শেখ হাসিনা সরকার আছে বলেই সম্ভব হয়েছে। কথাগুলো বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের নৌকা মার্কার মনোনীত প্রার্থী আব্দুর রহমান। উপস্থিত সকল নেতা কর্মী বক্তাদের সাথে হাত উঠিয়ে একাত্মতা ঘোষণা করে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করার অঙ্গীকারবদ্ধ হয়েছে।

আব্দুর রহমান শেখ হাসিনার নৌকায় সকলকে ভোট দেওয়ার আহবান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, আমাকে জননেত্রী শেখ হাসিনা আপনাদের কাছে দলীয় মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। আমি এর আগেও দুইবার এমপি থাকাকালীন আপনাদের আমানতের খিয়ানত করি নাই। আপনাদের মাঝে একজন সেবক হয়ে আগামী দিনগুলি কাটিয়ে যেতে চাই। আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করলে তিন উপজেলাকে মডেল হিসেবে উপহার দিবো ইনশাআল্লাহ। সবশেষে তিনি সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x