১২ বছরের শিশু ধর্ষণের অভিযোগে পিতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। জামালপুরে ১২ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা কফিল উদ্দিন শেখ নামে এক পাষন্ডকে (৩৫) গ্রেপ্তার পূর্বক আদালতে সোপর্দ করেছে সদর থানা পুলিশ।
১৯ ডিসেম্বর সকালে চন্দ্রা গ্রামস্থ নিজ বাড়ি থেকে কফিল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। মা মনি বেগম (৩০) জানান, কফিল আমার দ্বিতীয় স্বামী। ১৪ বছর আগে আমাদের বিয়ে হয়। আমাদের ঘরে ২ মেয়ে ১ ছেলে জন্ম নেয়। প্রথম মেয়ে আমার পিত্রালয় জঙ্গলদি একটি মাদ্রাসায় পড়ে।
মেয়েটি বাড়িতে যাওয়া আসাকালে পিতা কুকৃর্তিক ধর্ষিত হতো। এতেই শেষনয়, প্রায়ই জঙ্গলদি মেয়ের নানার বাড়িতে গিয়েও কৌশলে পাষবিক তান্ডব চালাতো। ন্যাক্কারজনক কান্ডে মা মনি বেগম শোনে মর্মাহত হন। ঘটনাটি বাইরে জানাজানি হলে মা এবং কন্যাকে হত্যার হুমকি দিয়ে ১৮ ডিসেম্বর দিবাগত রাতেও মেয়ের ইজ্জত হরণ করে।
এতে ক্ষুব্দ মাতা মনি বেগম পিত্রালয়ে গিয়ে স্বজনদের জানান। স্বজনদের সহায়তায় মা মনি বেগম জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান- প্রাথিমক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামীকে কোর্টে সোপর্দ করা হয়েছে।