নিজস্ব প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সরব হয়ে উঠেছে রংপুর-১ আসন । উন্নয়নের বার্তা নিয়ে ভোট চাচ্ছেন মানুষের কাছে । উঠোন বৈঠক কিংবা পায়ে হেটে জনসংযোগে ব্যস্ত লাঙ্গল প্রতীকের প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার। লিফলেট বিতরণ আর পথসভায় ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহর-বন্দরে চষে বেড়াচ্ছেন নেতা-কর্মীরা। গণসংযোগের পাশাপাশি চলছে মাইকিং। অলি-গলি ছেয়ে গেছে পোস্টার ব্যানারে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেও, নিজেদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হোসেন মকবুল হোসেন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা করছেন। এ সময় তিনি ভোটরদের প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হতে পারলে এলাকার বড় সমস্যাগুলো আগে সমাধন করবেন। পাশাপাশি ঘুষ ছাড়া ভিজিডি, ভিজিএফ, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়া আশ্বাস দেন তিনি।হোসেন মকবুল শাহরিয়ার জানান, তিনি ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন। নির্বাচিত হলে তিনি বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন গড়বেন। সচেতনতা সৃষ্টির মাধ্যমে যৌতুক ও নারী নির্যাতন বন্ধেরও প্রতিশ্রতি দেন তিনি।এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে সব ধরনের প্রস্তুতি আছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না। তিনি বলেন, প্রার্থীরা ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। নির্বাচন নিয়ে মানুষের আগ্রহও আছে। তবে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে কোনো আর্থিক লেনদেন বা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ