অত্যাধুনিক ব্যাংকিং সেবা প্রদান করার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুরে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংক শাখার উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (২৪ শে ডিসেম্বর ) বিকাল ৩ঘটিকায় আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাজারে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের শাখা উদ্বোধন করা হয়।
গোপালপুর এজেন্ট ব্যাংকিং কার্যক্রম এর স্বত্বাধিকারী তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং প্রেসক্লাব আলফাডাঙ্গার অর্থবিষয়ক সম্পাদক নাইম হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ নির্বাচন ফরিদুপর -১ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগ প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, শাহজালাল ব্যাংকের সিনিয়র এক্সুকিউটিভ ভাইস চেয়ারম্যান মো: শামসুদ্দোহা শিমু, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান বেলায়েত হোসেন এবং আলফাডাঙ্গা পৌসভার সাবেক মেয়র সাইফুর রহমান।
বাংলাদেশ আওয়ামিলীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান এনামুল হাসান, প্রেসক্লাব আলফাডাঙ্গার সভাপতি আরিফুজ্জামান চাকলাদার এবং সাধারণ সম্পাদক তন্ময় উদ্দৌলা, ব্রাক ব্যাংক কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য,এই শাখার মাধ্যমে গ্রাহকরা ব্র্যাক ব্যাংকে সঞ্চয়, টাকা উত্তোলন, জমা প্রদান করাসহ যে কোন ধরনের লেনদেন করতে পারবেন।