রিয়াদুন্নবী রিয়াদ নিজস্ব প্রতিবেদক:
জ্বালো জ্ঞানের আলো,নাশো আঁধার কালো এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।শীতের সকালে আগেভাগে স্কুলে চলে আসার কারণ একটাই। নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতেছে তারা। বছরের প্রথম দিন রোববার (১ জানুয়ারি) বই পেয়ে সবকিছু উল্টেপাল্টে দেখছে বন্ধুরা মিলে।শিশুদের হাতে নতুন বই দেখে আনন্দিত অভিভাবকেরা। সন্তানদের মতো নতুন বইয়ের আনন্দ তাদের ছুঁয়ে গেছে।সোহেল মিয়া (ছাত্র) বলেন, নতুন বই হাতে পেয়েছি। বই খুলতেই নতুন সব ছবি। নতুন বইয়ের ঘ্রাণ, নতুন লেখা। খুব ভালো লাগছে। চতুর্থ শ্রেণির আরেক শিক্ষার্থী তোহা জানায়, অনেক ভালো লাগছে। আরও ভালো লাগছে আমাদের স্কুলে অনুষ্ঠানে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাহিদ তামান্না, উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া খান,উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান,ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সজিবুল করীম,সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখের মিঞা, প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ,সাংবাদিকবৃন্দ,অভিভাবকসহ প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান।প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বলেন, নতুন বই শিশুদের জন্য প্রধানমন্ত্রীর নতুন বছরের উপহার। নতুন বই শিশুকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করে। নতুন বইয়ের ঘ্রাণ শিশুকে বইয়ের প্রতি আকৃষ্ট করে তোলে। বইয়ের প্রতিটি পৃষ্ঠা শিশুর মনোজগতে বিস্ময় তৈরি করে। উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাহিদ তামান্না বলেন,‘শিক্ষা হচ্ছে জাতিকে দারিদ্র্যমুক্ত করার সবচেয়ে বড় হাতিয়ার। শিক্ষাকে এগিয়ে নিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জানুয়ারির ১ তারিখেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি অনন্য দৃষ্টান্ত।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ