আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটে চলেছেন সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। হাটে-বাজারে, পথে-ঘাটে, চায়ের দোকানে, হোটেলসহ সর্বত্রই চলছে নির্বাচনী হিসাব নিকাশ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ভোটের মাঠে নেমেছেন নৌকা প্রার্থীর-কর্মী-সমর্থকরা।
৪ জানুয়ারী (মেলান্দহ-মাদারগঞ্জ)-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য মির্জা আজম এমপির পক্ষে ৪নং ওয়ার্ড সাধারন সম্পাদক -বুলবুল আহম্মেদের নেতৃত্বে কর্মী-সমর্থকরা পশ্চিম ঝাউগড়ার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন ও কুশল বিনিময়ের পাশাপাশি ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।
কর্মী-সমর্থকদের মধ্যে উপস্থিত ছিলেন - ইউনিয়নের আওয়ামি মৎসজিবিলিগের সদস্য সচিব, মনোয়ার হুসেন শামছু, ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুবক্কর ছিদ্দিক, ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আমজাদ হুসেন, আঃ রশিদ, মোতালেব, হাবিবুর রহমান,শামীম, জাহাঙ্গীর, মোঃ নাঈম হোসাইন (হৃদয়) উপ -বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ ১০নং ঝাউগড়া ইউনিয়ন শাখা,
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ