বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে ঈগলের প্রার্থী পংকজ নাথ বিপুল ভোটে তৃতীয় বারের মত সকল কেন্দ্রের বেসরকারি ফলাফলে এমপি নির্বাচিত হয়েছেন। দুই উপজেলা, ৩টি থানা, ১টি পৌরসভা ২১টি ইউনিয়ন নিয়ে গঠিত আসনের সকল কেন্দ্রের প্রকাশিত বেসরকারি ফলাফলে ঈগল প্রতীকের সতন্ত্র প্রার্থী, বর্তমান এমপি, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক পংকজ নাথ প্রাপ্ত ভোটের প্রায় ৯২ শতাংশ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থীকে পরাজিত করে বিজয় নিশ্চিত করেছেন,
হিজলা-মেহেন্দিগঞ্জ উপজেল নিয়ে গঠিত বরিশাল-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩৯৩২২৭ জন যার মধ্যে ১৭৪৯০৬ টি ভোট কাস্টিং হয়েছে এর মধ্যে পংকজ নাথ রেকর্ড ১৬১৪৬৯ টি ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙলের মিজানুর রহমানের থেকে ১৫৩৭৯৪ টি ভোট বেশি পেয়ে জিতে যায়ন। এ আসনে সকাল থেকেই ভোটারদের বিপুল উৎসাহ নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেখা যায় এবং সারাদিনে এ আসনে ৪১% ভোট কাস্টিং হয়েছে। ঈগলঃ ১,৬১,৪৬৯, লাঙ্গলঃ ৭,৬৭৫ ও ছড়িঃ১,৮৮৯ ভোট পেয়েছেন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠ করতে কঠর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ভোট কেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি স্টাইকিং ফোর্স হিসেবে অন্যান্য দ্বায়িত্বরত সদস্যরা টহল দেয়। কোন প্রকার সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়।
এদিকে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন এবং শতস্ফুর্তভাবে উপস্থিতি লক্ষ্য করা গেছে। ঈগল মার্কার প্রার্থী পংকজ নাথ পৌরসভার সোনামুখী ২নং ওয়ার্ডের পাতারহাট সদর বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তার ভোট প্রদান করেণ। বিজয়ী প্রার্থী পংকজ নাথ তাকে বিপুল ভোটে নির্বাচিত করায় প্রিয় হিজলা- মেহেন্দিগঞ্জবাসীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরো বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আমাকে ভোট দিয়েছেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ