বাতায়ন খুলে আজ বসে আছি প্রিয়,
দীর্ঘ সময় ধরে চেয়ে চেয়ে।
তুমি আসবে বলেছিলে,
শীতের কোন এক কুয়াশা আচ্ছন্ন সকালে,
দীপ্ত কিরণে হেসে হেসে।
আজো চেয়ে আছি প্রিয় অশ্রুসিক্ত নয়নে,
তুমি আসবে বলেছিলে সরষে ফুলের হলদে-সোনালি শোভাতে।
তাই আজো চেয়ে রয়েছি সরষে ফুলে,
তুমি আসবে বলেছিলে,
শিশির ভেজা সবুজ ঘাসের বুকে জড়িয়ে,
তাই চেয়ে আছি প্রিয় সবুজে।
তুমি আসবে বলেছিলে,
সময়ের ভিড়ে মহা আনন্দ ভরা ভেলায় হেসে হেসে।
তুমি এলেনা এবারো এ অজেয় স্বপ্ন দেখা মনে।(সংক্ষেপিত)