নওগাঁর মান্দায় নবনির্বাচিত সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামাকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গামার নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আজ শনিবার উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খলিলুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নবনির্বাচিত এমপি ব্রহানী সুলতান গামা। এসময় মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল, সহসভাপতি আব্দুল লতিফ শেখ ও প্রবীণ কুমার দাস, মৈনম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী,
নওগাঁ জেলা পরিষদের সদস্য আব্দুল মজিদ তরফদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক নওসাদ আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুর রহমান, সাবেক ছাত্রলীগনেতা আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
এর আগে বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গামাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এসএম ব্রহানী সুলতান মামুদ গামা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাড. নাহিদ মোর্শেদ বাবুকে ২৩ হাজার ৪৮ ভোটের ব্যবধানে পরাজিত করে এমপি নির্বাচিত হন
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ