শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের গোপালগঞ্জ হাসপাতালের আর এম ও ডা: ফারুক আহম্মেদ গ্রেপ্তার রূপগঞ্জে কৃষি জমিতে বালু ভরাট বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বিক্ষোভ  জমকালো আয়োজনে ঐতিহ্যের উদযাপন,কথা ৭১ টিভির চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন আলফাডাঙ্গায় গরুর ফার্মে ডাকাতির চেষ্টা,আইনশৃঙ্খলা অবনতিকে দায়ী করলেন এলাকাবাসী সুনামগঞ্জে বিএনপি নেতা ফারুক মিয়ার নির্মাণাধীন বিল্ডিংয়ে সন্ত্রাসীদের হামলা ভাংচুর ও লৃটপাঠের প্রতিবাদে মানববন্ধন পর্ণোগ্রাফার চক্রের ২ সদস্য আটক, প্রায় বারো লাখ টাকা খোয়ালেন প্রবাসীর স্ত্রী দক্ষিণ জেলা বিএনপি পদ ফিরে পাওয়ায় দোয়া মাহফিল চবিতে ‘প্লাস্টিকের বিনিময়ে বই’ সংগঠনের কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ ঘোষণা – নেতৃত্বে মোবারক ও আশিফ আমতলীর ইউএনওর বদলী আদেশ ৪৮ ঘন্টার আল্টিমেটাম শান্তিগঞ্জের মনবেগ গ্রামের মরহুম ছিফত উল্ল্যাহ ও সাফাত উল্ল্যাহ ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক বন্ধন ও ক্রেস্ট প্রদান

ঢাকায় শীত আরও বাড়ল, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস।

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেটের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
210.5kভিজিটর

কুয়াশার পর্দা আজও কাটেনি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। রাজধানীতে কুয়াশা থাকলেও বেলা বেড়ে যাওয়ার সঙ্গে রোদের মুখ দেখা গেছে। দেশের অন্যত্রও রোদের দেখা পাওয়া গেছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রের খবর। এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ বুধবার আরও কমেছে। সেই সঙ্গে রাজধানীর তাপমাত্রাও কমে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে। তবে আজ রাতে দেশের তিন বিভাগের কিছু স্থানে সামান্য বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে তারা।

আজ সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দেয়। সেখানে বলা হয়েছে, আজ রাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

আজ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা গতকাল মঙ্গলবারের তুলনায় আজ আরও কমেছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বান্দরবান ও সিরাজগঞ্জের বাঘাবাড়িতে, ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

দেশের ‘শীতের হটস্পট’ হিসেবে পরিচিত এ স্থানে তাপমাত্রাও আজ কমেছে। শ্রীমঙ্গলে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৮, রাজশাহীতে ১১ দশমিক ১, দিনাজপুরে ১১, তেঁতুলিয়া ১০ দশমিক ৭ ও পাবনার ঈশ্বরদীতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

রাজধানীতেও বেড়েছে শীতের প্রকোপ। আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুর রহমান আজ প্রথম আলোকে বলেন, তিন দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। আজও গতকালের চেয়ে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে।

তবে আজ থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করতে পারে কিছুটা। আর আজ দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে। আগামীকালও দেশের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এর পর থেকে তাপমাত্রা আবার খানিকটা কমতে পারে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x