শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের বোয়ালখালীতে নারী এনজিও কর্মীর আত্মহত্যা! সুনামগঞ্জ সীমান্তে ৩১লক্ষ টাকার  ভারতীয় মালামাল আটক  আমতলীতে বিএনপি নেতার সংবাদ সম্মেলন। সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন তাহিরপুরে ভোক্তা অধিকার বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে দিনব্যাপী পল্লী চিকিৎসক ও নার্সিং কোর্সের সনদপত্র বিতরণ ও আলোচান সভা অনুষ্ঠিত তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে পাখি শিকারিদের উৎপাত, প্রশাসনের হাতে আটক শিকারি শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ছাত্রদল নেতার মতবিনিময় চসিককে স্বাবলম্বী করতে চাই: ড়া: শাহাদাত চট্টগ্রামে কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক

ঘন কুয়াশায় আলুর মড়ক রোগ, দুশ্চিন্তায় কৃষক।

নওগাঁ জেলা প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
64.4kভিজিটর

নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের ছোট গ্রাম চাকলা। এ গ্রামের কৃষক সিরাজুল ইসলাম এবার চার বিঘা জমিতে আলুর চাষ করেছেন। আর কয়েক দিন পরই তাঁর খেত থেকে ঝুড়ি ভর্তি করে আলু তোলা শুরু হবে।

তবে গত কয়েক দিনের টানা শীত ও ঘন কুয়াশার কারণে তাঁর খেতের হৃষ্টপুষ্ট আলুগাছগুলো নষ্ট হয়ে যেতে শুরু করেছে। এ অবস্থায় লাভের আশায় দিন গুনতে থাকা সিরাজুলের কপালে এখন চিন্তার ভাঁজ।

গত সোমবার দুপুরে নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর মাঠে কথা হয় চাকলা গ্রামের কৃষক সিরাজুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘আলুর দাম বেশি দেখে চার বিঘা জমিতে আলু আবাদ করেছি। আলুর গাছগুলোও হৃষ্টপুষ্ট হইছিল।

আর ২০-২২ দিন পরই খেতের আলু তোলার জন্য পরিপক্ব হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে আলুর খেতে মড়ক দেখা দিয়েছে। দুই-একটা করে গাছ উপড়ে দেখছি আলু পচে গেছে। কৃষি বিভাগের পরামর্শে খেতে কীটনাশক ছিটাচ্ছি। অন্যান্য পরিচর্যারও কমতি নেই।’

কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে নওগাঁ ও জয়পুরহাটের বিভিন্ন অঞ্চলে আলুখেতে ছত্রাকজনিত লেটব্লাইট (নাবিধসা) রোগ দেখা দিয়েছে। লেটব্লাইট রোগে প্রথমে আলুগাছের পাতা ঝলসে যায়, পরে পুরো গাছ মরে যায়। একই কারণে বোরো ধানের বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আলুর লেটব্লাইট রোগ ঠেকাতে কৃষি বিভাগের পরামর্শে খেতে ছত্রাকনাশক ছিটাচ্ছেন কৃষক। এতে আলুর উৎপাদন খরচ বাড়ছে। এদিকে বীজতলা বাঁচাতে পলিথিন দিয়ে ঢেকে রাখা ও সন্ধ্যায় বীজতলায় পানিসেচ দিয়ে সকালে সেই পানি বের করে দিচ্ছেন চাষিরা।

চলতি বছর নওগাঁয় ২০ হাজার ৮৫০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ২৪ হাজার ৭১৫ মেট্রিক টন।

নওগাঁ সদর উপজেলার বক্তারপুর, কীর্তিপুর ও তিলকপুর ইউনিয়নের বেশ কিছু মাঠ ঘুরে দেখা গেছে, অধিকাংশ আলুর খেতে রোগ দেখা দিয়েছে। অনেক খেতে আলুগাছের পাতা ঝলসে গেছে। আবার কিছু খেতের আলুগাছ মরে গেছে। কৃষকেরা আলুখেতে ছত্রাকনাশক ছিটাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x