শিরোনাম:
বিএনপি অফিস ভাঙচুর;আ’লীগের ৩৩নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। চট্টগ্রামকে যানজট মুক্ত নগরী উপহার দিতে চাই:- মেয়রের আলফাডাঙ্গায় টিআর,কাবিখা,কাবিটা প্রকল্পের দশ লক্ষ টাকা বাস্তবায়ন কর্মকর্তা ও ইউএনও’র ভেনিটিব্যাগে ইসলামি ফাউন্ডেশন এর বোর্ড অফ গভর্নরের সদস্য হলেন চরমোনাই কামিল মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী নির্বাচিত সরকারের কাছে দেশকে হস্তান্তর করে ঈমানী দায়ীত্ব পালন করুন- নাজমুল হাসান বোয়ালখালীতে ৩শ লিটার চোলাই মদ, গ্রেপ্তার এক বোয়ালখালীতে বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণ,আসামি গ্রেপ্তার সাতৈর বাজার বণিক সমিতি নির্বাচনে সভাপতি নাজির সম্পাদক মোকাম্মেল আলফাডাঙ্গায় অস্ত্র মিছিল করে যারা পরিবেশকে অশান্ত করেছে,তাদের দ্রুত বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে – খন্দকার নাসিরুল নওগাঁর পত্নীতলায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার 

মাহাতাব উদ্দিন রচিত ‘মহা মানবের আগমন’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
94.6kভিজিটর

কবিতাঃ মহা মানবের আগমন
লেখকঃ মাহাতাব উদ্দিন

জন্মে তোমার হাসিলো ধরা পুলকিত হল বিশ্ব
শৈশবে তুমি হারালে জননী কৈশরে হলে নিঃশ্ব।

ন‍্যায় নিষ্ঠায় তুমিই সেরা হয়না তোমার তুল‍্য
নির্বোধ জনে বোঝেনা মনে দেয়না তব মুল‍্য।

সত‍্যবাদিতায় সেরা যে তুমি তুমি-ই আল-আমিন
কত বাধা কত সাথীরে হারায়ে কায়েম করিলে দ্বীন।

তায়েফের মাটি রঞ্জিত হল তোমারি রক্তের ধারা
ফেরেশ্তা সব কেঁদেছে অঝরে হয়েছে দিশে হারা।

তোমার হুকুম পেলে দিতে পারি পাহাড় চাপায়ে সব
তুমি যদি চাও প্রতিশোধ তার দানিবে তোমার রব।

কহিলে তুমি হে প্রভু দয়াময় হে রহিম রহমান
ওদের মারিলে ডাকবে কে তোমা গাইবে তব শান।

নিজের জন্ম ভুমির তরেতে রেখে কত দয়ামায়া
পরদেশে তুমি করিলে গমন পেতে পরভুমি ছায়া।

পিতা পিতামহ ধর্মতে কালি ক্ষোভেতে পড়িল ফেটে
তোমায় মারিতে কাফেরের দল শলা ফন্দি ফেলে এঁটে।

মক্কাতে তাই হল নাতো ঠাঁই সেরা মহা মানবের
ছাড়িলে ও ভুমি নিশি প্রহরেতে হুকুমেতে মনিবের।

পথে ছিল এক গিরির গুহা দিনের আলো ফুটিলে
চারিদিকে চোখ শত্রুর ঝোঁক গুহাতে আশ্রয় নিলে।

সওর গুহায় চমকিত নুরে সেরা বিশ্ব মানব রবি
কাফেরের দল খুঁজে ফেরে পায়নিতো তার ছবি।

চারিদিক ছুটা ঘোড়ার খুড়ে খুড়ে শত্রুর পদধ্বনি
বিখ‍্যাত কত বীর লড়াকু কত রক্তচক্ষু কত খুনি।

খুঁজিয়া তোমারে গুহা মুখ পানে চাহিয়া কেউ বলে
পাখীর বাসা জালে মাক্রোসা কেউ কি আছে তলে!

বলে আবুবকর দু’জনে মোরা আর নাহি পরিত্রাণ
রাসুল কহেন,আল্লাহ মোদের আছেন চির মহীয়ান।

ভয়ংকর এক বিষধর সাপ রাসুলের আগমন তরে
সময় দিন ক্ষণ গোণিতে থাকে আশ্রিত সে গুহাঘরে।

মাথার পাগড়ি ছিঁড়িয়া ছিঁড়িয়া সেই সর্প গর্তে ভরে
একটি মুখ বাকি রহিল শেষে পা দিয়ে ঢাঁকে তারে।

সর্প ভীষণ ক্রোধভরে তারে সে পায়ে করে দংশন
শ্রান্ত রাসুল ঘুমিয়েছে কোলে তাই করে কষ্ট সংবরণ।

বিষের তোপে জ্বলে সারা দেহ আর সহে না তাতে
দু’চোখ ভরে অশ্রু গড়ে পড়ে নবীজির চেহারাতে।

আবুবকর! তুমি কাঁদছো অঝরে! জন্ম ভুমি তরে?
না! হে রাসুল! আপনার আপদে নয়নে জল গড়ে।
সে দিনের সেই সওর প্রান্থে নামিলো ধরায় চাঁদ
ধরার আদর্শ মক্কা ছেড়ে হল মদীনার আশীর্বাদ।

মদীনার নর নারী পুলকিত সবে পেয়ে খুশি তাঁরে
বরণের গান গাহিয়া গাহিয়া ভাসে খুশির ভারে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x