শিরোনাম:
সাপাহারে পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা ঘটনায় শেখ সেলিম সহ ১৬১৭ জনের নামে মামলা ভিনদেশি গ্রেটার ফ্লেমিংগো পাখির দেখা মিলল পঞ্চগড়ে নারায়ণগঞ্জ জেলার সাজা প্রাপ্ত বিডিআর সদস্যরা ন্যায়বিচার ও জেল থেকে মুক্তি এবং চাকুরীতে যোগাযোগ দানের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি জমা : গঙ্গাচড়ার পিয়ন থেকে কয়েক কোটি টাকার মালিক ভূপতি বদলি ডিমলার স্বেচ্ছাসেবী আলমগীরের মরণোত্তর চক্ষুদান ঘোষনা বোয়ালমারীর ডিজিএম জানেননা বিদ্যুতের কি অবস্থা, ৬০ ঘন্টা বিদ্যুতহীন নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত প্রভু হতে আসিনী, মানুষের জন্য কাজ করতে চাই- নওগাঁয় নবাগত জেলা প্রশাসক বোয়ালমারীর বিদ্যুতবিহীন ইজিবাইক ভ্যান চালক বিপাকে ৪৫ ঘন্টা, ফ্রিজের মাছ-মাংস নষ্ট

পত্নীতলায় চালককে খুন করে অটো ছিনতাই মামলার প্রধান আসামি আটক

সুবীর দাস নওগাঁ
  • আপডেটের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
41.9kভিজিটর

নওগাঁর পত্নীতলায় চালককে খুন করে অটো চার্জার ছিনতাই ঘটনায় মূল আসামী গ্রেফতার, হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন এবং ছিনতাইকৃত অটো চার্জার উদ্ধার করেছে পত্নীতলা থানা পুলিশ।

রবিবার (২১ জানুয়ারি) দুপুরে পত্নীতলা থানার হল রুমে সাংবাদিকদের সাথে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন পত্নীতলা থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন।

আলোচিত হত্যা ঘটনার মামলা রুজুর পরেই নওগাঁ জেলার পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নিদের্শনায় পত্নীতলা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মুঃ আব্দুল মুমিন এবং মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল এর নেতৃত্ব পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন, পত্নীতলা থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি শক্তিশালি চৌকশ পুলিশ টিম অভিযান পরিচালনা করে শনিবার ২০ জানুয়ারি সকালে তথ্য প্রযুক্তির সহায়তায় রংপুর জেলার পীরগঞ্জ ধানাধীন সাতগাড়া গ্রাম হতে ০১নং আসামি মোঃ হাদিউল ইসলাম ওরফে সজিবুর রহমান ওরফে জীবন(৩৫) কে গ্রেফতার করেন তিনি বগুড়া জেলার শিব গন্জ থানার গ্রামের হাজারবাড়ী গ্রামের আজাহার আলীর ছেলে ১নং আসামীর তথ্যর ভিত্তিতে বগুড়া জেলার গাবতলী থানার রামেশ্বরের গ্রামের মৃত আফছার মোল্লার ছেলে ২ নং আসামি আসামি মোঃ আশারাফুল ইসলাম ওরফে আশরাফ (৩৭) কে সদর থানা পীরগাছা রাজারস্থ তার নিজ মেকানিকের দোকান হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কালে তার কাছ থেকে মামলার ছিনতাইকৃত অটো চার্জার গাড়ী উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ০১নং আসামি হত্যা কান্ড ও অটো চার্জার গাড়ী ছিনতাইয়ের কথা স্বীকার করে।

উল্লেখ গত ১১ জানুয়ারি সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় জেলার মহাদেবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত ছফের আলীর ছেলে অটো চার্জার চালক আজিজার রহমান (৫০) নিজ বাড়ি থেকে অটো চার্জার নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হয়। সে মহাদেবপুর থানা এলাকায় বেলা ১১.০০ ঘটিকা পর্যন্ত অটো চার্জার চালায়। তার পর হতে সে অটো চার্জার নিয়ে কখন, কোথায় গেছে জানা যায়নি।

মৃতের জামাই মোঃ আঃ রাজ্জাক তার শ্বশুর ভিকটিম আজিজার রহমানকে তার ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে মোবাইল ফোনটি বন্ধ পায় । রাতেই বাদীর শ্বশুর বাড়ির লোকজন সহ আত্মীয় স্বাজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে কিন্তু তার কোন সন্ধান পান নি।

১২ জানুয়ারি সকাল অনুমান ৮ টার সময় ফেসবুকের মাধ্যমে জানতে পারেন নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন পত্নীতলা বাজার এলাকায় পত্নীতলা-সাপাহার গামী পাকা রাস্তার ধারের একটি জমিতে একটি অজ্ঞাত পুরুষ ব্যক্তির মরদেহ পড়ে আছে। অতঃপর বাদী সহ আরো অনেকেই ঘটনাস্থলে এসে বাদীর শ্বশুর ভিকটিম আজিজার রহমানের মরদেহ সনাক্ত করেন। ১১ জানুয়ারি বেলা ১১ টা হতে ১২ জানুয়ারী ভোর ৬টার পূর্বে তাকে হত্যা করে দুর্বৃত্তরা পত্নীতলা-সাপাহার গামী পাকা রাস্তার পাশে জমিতে ফেলে রেখে অটো চার্জার ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় ১২ জানুয়ারি শুক্রবার তার জামাই মোঃ আঃ রাজ্জাক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে পত্নীতলা থানায় এজাহার দায়ের করলে মামলা রুজু করা হয় মামলা নং ১৪।

গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x