আলফাডাঙ্গায় অসহায়, দুঃস্থ্য ও গরীব শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান পক্ষে উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ । আজ রোববার সকালে আওয়ামীলীগ কার্যালয়ে পৌরসভা ও ৬ ইউনিয়নসহ দুই হাজার শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল আলিম সুজা,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতির আব্দুর রউফ তালুকদার,উপজেলা সহসভাপতি আসরাফ উদ্দিন তারা,পৌর মেয়র ও আওয়ামীলীগ নেতা আলী আকসাদ ঝন্টু, পৌর আওয়ামীলীগ সভাপতি সাইফুর রহমান সাইফার, দপ্তর সম্পাদক সেলিম রেজা,প্রেসক্লাব আলফাডাঙ্গা সভাপতির আরিফুজামান চাকলাদার (আপেল) , পৌর ও ইউনিয়ন ওয়ার্ডের সকল সভাপতি এবং সাধারন সম্পাদকসহ নেতা কর্মী উপস্হিত ছিলেন।
কম্বল বিতরনের সময় মন্ত্রী পক্ষে উপস্হিত নেত্রীবৃন্দ বলেন, শেখ হাসিনা জন বান্ধব সরকার সব সময় অসহায় হত দরিদ্রদের জন্য কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান ।এ সময় ১নং বুড়াইচ ইউনিয়নের সভাপতি মো. আকবর মিয়া'র হাতে কম্বল তুলে দিয়ে শুভ উদ্বোধন শুরু করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ