মেলান্দহে ফ্রি ফায়ার গেম খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেলেন মো. শাকিল মিয়া (২০) ও মো. মজিবুর রহমান (১৮) নামে দুই যুবক। (সোমবার)২২জানুয়ারি দুপুর সাড়ে ১টার দিকে দুরমুঠ ইউনিয়নের পূর্ব রুখনাইপাড়া এলাকায় রেলক্রসিং দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে।
নিহত শাকিল দুরমুঠ ইউনিয়নের রুখনাইপাড়া গ্রামের শাহাবুদ্দিন ছেলে। সে ইসলামপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছে। মজিবুর একই গ্রামের শহিদ মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সাড়ে ১টার দিকে রুকানাই রেললাইনে বসে চাদর মুড়ি দিয়ে দুই বন্ধু ফ্রি ফায়ার গেম খেলছিল।
এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন আসার বিষয়টি টের না পেয়ে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান শাকিল। এসময় গুরুতর আহত হন মজিবুর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। জানাযায় রেললাইনে বসে চাদর মুড়ি দিয়ে ফ্রি ফায়ার গেম খেলছিল।
দুজনেরই কানে হেডফোন ছিল। খেলা নিয়ে ব্যাস্ত ছিলো তাই হয়তো ট্রেনের শব্দ শুনতে পায়নি। জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ