রিয়াদুন্নবী রিয়াদ নিজস্ব প্রতিনিধি :
“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনের সমৃদ্ধি” এই প্রতিপাদকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৫তম বিজ্ঞান মেলার) অংশ হিসাবে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না এর সভাপতিকে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান মেলাকে উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন। উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, উপজেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা সজিবুল করীম, গঙ্গাচড়া উপজেলার শিক্ষকবৃন্দ প্রমুখ।