দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে জামালপুর জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান নির্দেশনা মোতাবেক মেলান্দহে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
(মঙ্গলবার) ২৩ জানুয়ারী মেলান্দহ উপজেলার মাহমুদপুর বাজারেমোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এসময় -চালের দাম পর্যবেক্ষণ করা হয়। এসময় পাইকারি ও খুচরা চাল বিক্রেতাদের সাথে মতবিনিময় করা হয়। তাদেরকে ন্যায্য মূল্যে চাল বিক্রি করতে বলা হয় এবং দৃশ্যমান স্থানে মুল্য তালিকা প্রদর্শন না করার জন্য প্রাথমিকভাবে সতর্ক করা হয়।
বাজারে অবস্থিত হোটেল নিরিবিলি এবং হোটেল সোনার বাংলা সুইট নামের দুটি রেস্তোরাঁকে ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে গাঁজা সেবনের দায়ে ৫ জনকে ৫০০ টাকা জরিমান ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুর এর সহায়তায় মেলান্দহ পৌর এলাকা শ্মশান ঘাট (ফিশারিজের পিছনে) পরেশ চন্দ্র ঘোষ ছেলে কৃষ্ণ চন্দ্র ঘোষ (৩০) ভানুরাম বিশ্বাসের ছেলে শ্রী গনেশ চন্দ্র বিশ্বাস (৫২), মৃত হীরা লাল দাসের ছেলে পরেশ চন্দ্র দাস(৪৬) নারায়ন চন্দ্র দাসের ছেলে শুধাংশু বাবু (৩২) সুরুজ আলি ছেলে বিশু মিয়া (৫১)নামে ৫ জনকে গাঁজা সেবনের দায়ে নিম্নোক্ত প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে৫০০/- টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ