চট্টগ্রামের সিএমপি ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং কাজির গলি পকেট গেইট মেইন রোডস্থ রহমান টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর থেকে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১(এক) মাদক ব্যবসায়ী গ্রেফতার।
২৫ জানুয়ারী ২০২৪, ১২.৫৫ ঘটিকার সময় এএসআই(নিঃ) মির্জা মনিরুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান ডিউটি করাকালীন সময় সিএমপি ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং কাজির গলি পকেট গেইট মেইন রোডস্থ রহমান টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ নুর উদ্দিন (২৯)’কে গ্রেফতার করতঃ তাহার হেফাজত হতে ১১০ (একশত দশ) পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
একশত দশ পিচ অ্যামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ১০.০১ গ্রাম, কথিত বাজার মূল্য অনুমান ৩৩,০০০/-(তেত্রিশ হাজার) টাকা।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা মোঃ নুর উদ্দিন (২৯), পিতা-মৃত নুর আলম, মাতা-নুর নাহার বেগম, সাং- নারিকেল তলা, হক সাহেবের গলি, লেইজ্জা বাড়ী, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম।
ইপিজেড থানা পুলিশ জানান গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ইপিজেড থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে
মামলা নং-০৮, তারিখ-২৫/০১/২০২৪ খ্রিঃ, ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু হয়েছে।