ফরিদপুরের বোয়ালমারীতে আগুন পোহাতে গিয়ে রহিমা (৪০) নামের এক নারী দগ্ধ হয়ে গুরুত্বর আহত হয়ে ১৯ দিন পর নিহত হয়েছে। নিহত নারী উপজেলার সৈয়দপুর গ্রামে মো. হালিম শেখের স্ত্রী। রোববার (২৮ জানুয়ারি) ওই নারীর বাবার বাড়ি সৈয়দপুর গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা যায়, গত (১০ জানুয়ারী) বুধবার সকালে নিজ বাড়ির চুলায় শীত নিবারণ করতে পাটখড়ি জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে অসতর্ক বসত কাপড় ও পেটিকোটে আগুন লেগে যায়। আগুনে তখন ওই নারীর পা থেকে মাজা পর্যন্ত পুড়ে ক্ষত হয়ে যায়। তার চিৎকারে পাশের বাড়ির লোকজন এসে ওই নারীকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সাধারণ চিকিৎসা শেষে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আগুনে বেশি ক্ষত হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়।
সেখানে ৭ দিন চিকিৎসা শেষ করে বাড়িতে নিয়ে আসে তাকে। নিহত নারীর শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় রোববার সকাল ১০টায় ওই নারীর বাবার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে বলে নিশ্চিত করেছেন নিহতের ছেলে মো. বিলু শেখ।