চট্টগ্রাম কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু থেকে কর্ণফুলী নদীর মোহনা পর্যন্ত এলাকায় দস্যুতা, চুরিসহ বিভিন্ন অপরাধ দমন করার লক্ষ্য এলাকায় টহলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি’র) নিয়ন্ত্রণাধীন নৌ তদন্ত কেন্দ্র।
এ উপলক্ষে আগামীকাল (৪ ফেব্রুয়ারী) রবিবার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ডাঙ্গারচর নৌ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করার কথা রয়েছে। আজ শনিবার (৩ ফেব্রুয়ারী) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআর) স্পিনা রাণী প্রামাণিক।
তিনি সাংবাদিকদের জানান, চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিরাপত্তায় মহানগর পুলিশের অধীনে নৌ তদন্ত কেন্দ্রটি আগামী কাল উদ্বোধন করা হবে। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন স্যার।
উপস্থিত থাকবেন পুলিশ কমিশনার স্যার সহ উধ্বর্তন কর্মকর্তা। এ উপলক্ষে আগামীকাল সকাল ১০ টায় উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে কথা বলবেন মাননীয় মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ