শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের গেপালগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি মেলা সমাপ্ত নওগাঁ এডুকেশন  ফাউন্ডেশন এর ৫ম তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী; স্থাপন বন্ধের দাবী চট্টগ্রামে ইয়াবাসহ প্রেমিক প্রেমিকা আটক এয়ারপোর্ট থানাপুলিশের অভিযানে অটো রিক্সা ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক কেয়ার একাডেমির উদ্যোগে  ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান বোয়ালমারীতে মিফতাহুল জান্নাহ্ মহিলা মাদরাসার উদ্বোধন অনুষ্ঠিত বোয়ালমারীতে চিকিৎসকের অবহেলায় প্রাণ গেল শিক্ষার্থীর চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত গাড়িটি ‘ওসির নির্দেশে’ ছেড়ে দেওয়ার হলো মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে মানববন্ধন ।

।হিজলায় কৃষি জমি নষ্ট করে বালি ও মাটি বিক্রির মহা উৎসব

হিজলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
72.4kভিজিটর

বরিশালের হিজলা উপজেলার মেমানীয়া ইউনিয়নের বাড়ইয়া গ্রামে ভূমি আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ফসলি জমির মাটি কেটে বিক্রির মহা উৎসবে মেতেছে (মাটি ব্যবসায়ী) ভূমিদস্যুরা। একনাগাড়ে চলছে অবৈধভাবে ফসলি জমি নষ্ট করে মাটি কেটে ইটভাটায় বিক্রির এই অবৈধ কর্মকাণ্ড। কৃষি জমি কেটে বানানো হচ্ছে গভীর কুপ।


এদিকে, একের পর এক কৃষি জমি থেকে এভাবে মাটি কেটে নেওয়ায় জমি হারাচ্ছে উর্বরতা, আবার অন্যদিকে কমে যাচ্ছে কৃষি জমির পরিমাণও। জমি মালিকেরা মোটা অঙ্কের অর্থের লোভে আবাদি জমির মাটি কেটে জমি নষ্টে সহায়তা করছেন এসব ভূমিদস্যুদের। সরেজমিনে দেখা গেছে, মেমানীয়া ইউনিয়ন চরাঞ্চল হওয়ায় আবাদি জমির মাটি ৪/৫ ফুট ভেকু মেশিন দিয়ে কাটার পর বের হয় বালু এরপর বসানো হয় বালু উত্তোলনের ড্রেজার।


পুকুর তৈরি ও জমির মাটি টাকার বিনিময়ে ইটভাটা মালিকদের কাছে বিক্রির করছে অসাধু বালু ও মাটি ব্যবসায়ীরা । ভারইয়া গ্রামের মাঠে গত দুই বছরের অধিক সময় যাবত চলছে মাটিকাটা ও বিক্রির এই অবৈধ কর্মকাণ্ড ।
নাম প্রকাশে অনইচ্ছুক চাষীরা জানান, ‘বিলের মধ্যে পুকুর খনন করাই নষ্ট হচ্ছে আবাদি জমি,মহলটি প্রভাবশালী হওয়ায় আমরা কোনোভাবেই জমিকাটা বন্ধ করতে পারছি না। তাই আমরা সরকারি কর্মকর্তাদের কাছে মাটি বিক্রি ও আবাদি জমিতে পুকুর খননের কাজ বন্ধের জোর দাবি জানাচ্ছি।’
স্থানীয় মাটি ব্যবসায়ী ছিদ্দিক খলিফা,শহিদ মোল্লা প্রতিফুট বালু ইটের ভাটার মালিকদের নিকট ছয় থেকে ৭ টাকা দামে বিক্রি করেন, তারা দীর্ঘদিন যাবত ড্রেজার গুলো চালিয়ে আসছেন এতে করে মেমানীয়া ইউনিয়নের ভারোইয়া গ্রামের একটি বিল প্রায় বিলিনের পথে, প্রশাসন আসলে তারা সরঞ্জাম রেখে পালিয়ে যায় বলে জানিয়েছেন এলাকাবাসী।

এবিষয়ে হিজলা উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবিব আল আজাদ জনি বলেন, ‘এভাবে কৃষি জমি থেকে মাটি কাটার বা কৃষি জমিতে পুকুর করার কোনো নিয়ম নেই। এটা সম্পূর্ণ অবৈধ। কোনো ব্যক্তি নিজের জমিতেও এই কাজ করতে পারবেন না।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ বলেন, ‘বর্তমানে যদি কোনো ব্যক্তি বেআইনিভাবে ফসলি জমি নষ্ট করে মাটি কাটার কাজ করে থাকেন, তাহলে এ ব্যাপারে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x