শিরোনাম:
বোয়ালখালীতে ছাত্রদলের কর্মী সম্মেলন সদিয়াতে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত। শাহাবুদ্দিন আহমেদ অস্ট্রেলিয়া বিএনপির ভাইস প্রেসিডেন্ট হওয়ায় বোয়ালমারী বিএনপির সংবর্ধনা আলফাডাঙ্গায় সিভিল সার্জন’র আশ্বাসে বিক্ষোভ মিছিল প্রত্যাহার করলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাদেবপুরে  ফুটপাত দখল করে টিনের ছাউনি দিয়ে পথচারীদের চলাচলে বাধা: ইউএনও বরাবর অভিযোগ  বিশ্ববিদ্যালয় থেকেই ভিসি দেওয়ার অনুরোধ ইবি শিক্ষকদের নওগাঁয় ব্র্যাকের সাংগঠনিক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত রায়পুরায় ২০ কেজি গাঁজাসহ ২ নারী আটক সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০ বোতল ভারতীয় মদসহ ১ মাদক কারবারী আটক গোপালগঞ্জ নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সরকারি রাস্তার প্রায় একশত গাছ কেটে সাবাড়।

মো: মিজানুর রহমান, পঞ্চগড় জেলা প্রতিনিধি।
  • আপডেটের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
50.3kভিজিটর

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সরকারি রাস্তার প্রায় একশত গাছ কেটে সাবাড়।

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের ত্রিশুলিয়া চুচুলি এলাকায় সরকারি রাস্তার ৯৭ টি গাছ কেটে ফেলা হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ও বৃহস্পতিবার দিনভর গাছগুলো কাটা হয়।
এলাকাবাসী বলছেন, সংশ্লিষ্ট ভুমি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সঙ্গে ‘সমঝোতায়’ গাছগুলো কেটেছেন স্থানীয় বাসিন্দা শচীন শর্মা নামের এক ব্যক্তি।
এদিকে সরকারির রাস্তার গাছ সাবার করায় জনমনে নানা প্রশ্ন দেখা দেওয়ার পাশাপাশি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, রাস্তাটির পাকা করার কাজ চলছে। রাস্তার ২৫-৩০টি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলে রাখা হয়েছে। বাকি কয়েকটি গাছ আছে, সেগুলোও কাটা চলছে।
এলাকাবাসী জানায়, কিছু গাছ ট্রাক্টরে ঠাকুরগাঁও নামাযপড়া বাজারের একটি করাতকলে নিয়ে গেছেন জুয়েল নামের এক কাঠ ব্যবসায়ী। বৃহস্পতিবারও গাছ কেটে নেওয়া হয়েছে ওই রাস্তা থেকে।
জানা যায়, কয়েক বছর আগে গাছগুলো রোপণ করা হয়। সম্প্রতি গাছ কাটার জন্য উপজেলায় আবেদন করা হয়।

গাছগুলো রাস্তায় পড়েনি মর্মে ইউনিয়নের উপসহকারি ভুমি কর্মকর্তা ও সার্ভেয়ার প্রতিবেদন দেন। তবে প্রতিবেদন অনুমোদন দেওয়ার আগেই গাছগুলো কেটে নেওয়া হচ্ছে।
ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ‘সমঝোতার’ অস্বীকার করে বলেন, উপজেলায় গাছ কাটার অনুমতি চেয়েছিল। কিন্তু উপজেলা প্রশাসন অনুমতির দেওয়ার আগেই গাছগুলো কেটেছে। কিছু গাছ জব্দ করা হয়েছে বলেও তিনি জানান।
অভিযুক্ত শচীন শর্মার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান জানান, অভিযোগ পেয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। কেউ যদি এ ধরনের কাজ করে থাকে, তবে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x