বরিশালের হিজলায় সাংবাদিক মরহুম আঃ হামিদ এর ২য় মৃত্যু বার্ষিকী পালন করেছে হিজলা প্রেসক্লাব।
তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২৭ই ফেব্রুয়ারী সকাল ১০টায় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
হিজলা প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার।
হিজলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমনুর রহমান সোহাগ এর সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তারা আঃ হামিদ এর বিভিন্ন বিষয় সৃতিচারণ করেন।
সভা শেষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।